দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সৃজিত মুখার্জি থেকে শুরু করে কৌশিক গাঙ্গুলির ছবিতেও কাজ করেছেন তিনি।
কিছুদিন আগে টালিগঞ্জে মুক্তি পাওয়া শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘কণ্ঠ’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন জয়া। বাংলাদেশে তাঁর ‘দেবী’ ছবিটিও প্রশংসা পেয়েছে। সম্প্রতি অফশোল্ডার লাল পোশাক পরে ফটোশুটের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই বাংলাদেশি তারকা। যথারীতি ছবিগুলো নজর কেড়েছে অন্তর্জালবাসীর। আগামীতে তাঁকে কলকাতার ‘ভূতপরী’ ছবিতে দেখা যাবে।
অরিন্দম শীলের ছবি ‘আবর্ত’ এ তার অভিনয় ভোলার নয়। শিবপ্রসাদ মুখার্জির ছবি ‘কণ্ঠ’-তেও জমিয়ে অভিনয় করেছেন তিনি। এছাড়া অনম বিশ্বাসের ছবি ‘দেবী’তেও তার অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শক। কলকাতা থেকে বাংলাদেশ সব জায়গাতেই জয়ার জয়জয়াকার।
তবে জয়া সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। নিজের ছবি সব সময় তিনি শেয়ার করে থাকেন। তার ফটোশুটের ছবিতে এখন মাতাল নেট দুনিয়ায়।।
সম্প্রতি নিজের ফটোশুটের একটি ভিডিও তার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন। এই ভিডিও শেয়ার হতেই মুহূর্তে ভাইরাল। তবে জয়ার ফ্যানেরা তার এই পোস্টে শুভেচ্ছাবার্তা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
Leave a reply