নওগাঁর পাইকারি আড়তে বেড়েছে সবজির সরবরাহ। তবে বিপাকে ক্রেতারা। প্রকারভেদে প্রতি কেজি সবজিতে দাম বেড়েছে ৩ থেকে ৫ টাকা।
চাষিদের অভিযোগ, ব্যবসায়ীদের সিন্ডিকেটে লাভের মুখ দেখছেন না তারা। বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছে তারা।
হরেক রকমের সবজিতে ভরপুর নওগাঁ সদরের পাইকারি এ সবজির আড়ত। ভোর থেকেই এসব সবজি কিনতে ভিড় করেন দূর-দূরান্তের পাইকার আর সাধারণ ক্রেতারা।
সবজির সরবরাহ ভালো হলেও স্বস্তিতে নেই ক্রেতারা। প্রকারভেদে প্রতি কেজি সবজি বিক্রি হচ্ছে ৩ থেকে ৫ টাকা বেশি দরে।
এরপরও চাষিদের দাবি, কৃষি উপকরণের দফায় দফায় দাম বাড়লেও ব্যবসায়ীদের সিন্ডিকেটে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
এদিকে আড়তের জায়গা সংকুলানসহ নানা সমস্যা সমাধানের দাবি ব্যবসায়ী নেতাদের।
বাজার ঘুরে দেখা যায়, বেগুন ২০ টাকা, শিম ১৫ টাকা, লাউ ১০ টাকা, ফুলকপি ৮ টাকা, পাতাকপি ৯ টাকা, বরবটি ৩০ টাকা, গাজার ২০ টাকা , কাঁচা মরিচ ৪৫ টাকা, আলু ১৫ টাকা, টমেটো ২০ টাকা, শসা ৪০ টাকা, করলা ৬০ টাকা, পটোল ১২০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।
অর্ধশত বছরের এ পাইকারি আড়তে প্রতিদিন ৩০ থেকে ৩৫ লাখ টাকার সবজি বেচাকেনা হয়।
Leave a reply