এক মাসের মাথায় আবারও বাড়ল এলপি গ্যাসের দাম। বাংলাদেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এখন থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাস ১৩৯১ টাকায় কিনতে হবে ভোক্তাদের।
আজ বৃহস্পতিবার ৩ মার্চ এই নতুন দাম ঘোষণা করেছে বিইআরসি।
খনিতে প্রাপ্ত গ্যাস। সাধারণত মিথেন (CH4) গ্যাস হয়ে থাকে(80%)। মাটির ১৫০০-৪০০০ ফুট নিচে অবস্থান করে। কুপ খননের মাধ্যমে উত্তোলন করে পাইপের মাধ্যমে বাণিজ্যিক ব্যবহার করা হয়। বাংলাদেশের বিদ্যুতের সবচেয়ে বড় কাঁচামাল। এছাড়াও সি এন জি, এল এন জি, এল পি জি ও ইউরিয়া সার প্রভৃতির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশ,পাকিস্তান, বার্মা,ভারত সহ বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাস আছে এতে – ইথেন(7%), প্রোপেন(6%),বিউটেন আইসোবিউটেন(4%) এবং পেন্টেন (3%) থাাকে।
উপাদান
প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন হলেও এর সাথে অল্প পরিমাণ অন্যান্য প্যারাফিন হাইড্রোকার্বন যেমন ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন ইত্যাদি থাকে। এছাড়া আরও থাকে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন সালফাইড।
প্রাকৃতিক গ্যাসের অনুপাত:-
(a.) মিথেন- 97.33%
(b.) ইথেন- 1.72%
(c.) প্রোপেন – 0.35%
(d.) ঊচ্চতর কার্বনের শিকল যুক্ত অংশ- 0.19%
(e.) কার্বন ডাই অক্সাইড- 0.05%
(f.) অক্সিজেন- 0.02%
(g.) হাইড্রোজেন- 0.03%
(h.) হাইড্রোজেন সালফাইড- 0.01%
(i.) অন্যান্য- 0.3%
মোট – 100%
Leave a reply